নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামে কাপড় শুকানোকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
এর মধ্যে ২ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের কলম চাঁন ও আব্দুর রহমানের মাঝে বাড়ির তারে কাপড় শুকানো নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কলম চান (৪৫), জলিল (৪০) সহ ৫ জন আহত হয়।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।