বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে বজ্রপাতে জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে রাস্তায় হাঁটছিলেন জুয়েল। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।