নবীগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেছেন,আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গরীবের মূখে আহার না দিয়ে তিনি আহার করেন না তিনি এদেশের সাধারণ মানুষের মূখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন।
আর বিএনপি জামাত জঙ্গীদের মদদ দিচ্ছে। তিনি আওয়ামীলীগের নেতৃত্বে সন্ত্রাস জঙ্গী তৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, এদেশের মাটিতে কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ঠাই হবেনা।
জঙ্গীবাদ সমুলে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টা করা হবে।
বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত নতুন বাজার মোড় আব্দুল মতিন স্কয়ারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও পৌর আওযামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট সুলতান মাহমুদ।
বক্তব্য রাখেন,জাসদ সভাপতি আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাহিদ আহমদ,ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আলী আহমদ মুছা,এডভোকেট গতি গোবিন্দ দাশ, মোস্তাক আহমদ মিলু, ওহি দেওয়ান চৌধুরী, আব্দাল করিম, ইকবাল বাহার তালুকদার, দিলারা হোসেন, শাহ গুল আহমদ কাজল, হাবিবুর রহমান হাবিব, ইকবাল আহমদ বেলাল, আবু সালেহ জীবন প্রমূখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরী গীতা পাঠ করেন,আওয়ামীলীগ নেতা ডাঃ অমলেন্দু সূত্রধর। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঐদিন শাহাদাৎ বরনকারীদের আতœার মাগফেরাত কামনা করেন।