বদরুল আলম চৌধুরী( মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আন্তঃজেলার সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।
এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মো. মনিরুজ্জামান ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর চারটার দিকে বিশেষ অভিযান চালিয়ে পূর্ব দক্ষিণভাগের টিলাবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আহত ওসি মো. মনিরুজ্জামান জানান, আটক সাত ডাকাতের বাড়ি হবিগঞ্জ জেলায়। এরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল থানার জিতু মিয়া (৪২) ও আব্দুল খালিক (৩৭), মাধবপুর থানার খলিলুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), নুরু মিয়া (২৮), কামাল (৩৫) ও আশিক ওরফে মাসুদ (৩৫)।
এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল বলে জানান ওসি।