নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউপির শরীষপুর গ্রামে গতকাল সোমবার দুপুরে পুর্ব বিরুধের জেরধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনার খবর পাওয়া গেছে।
এ সময় জামায়াত নেতা আলা উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মোশাহিদ গং দের সাথে একই গ্রামের জামায়াত নেতা আলা উদ্দিন গং দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গেল ঈদুল ফিতরের দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে।
এর কয়েক দিন পরে প্রতিপক্ষের লোকজন মোশাহিদের পক্ষের শ্যামা বেগম এর ঘরে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়। গতকাল সোমবার দুপুরে মোশাহিদ ও মোজাক্কির নদীপাড় হয়ে তার চাচা আঃ মুহিতের বাড়িতে গেলে প্রতিপক্ষ আলা উদ্দিন, ফয়জুর ও তাজুদসহ তাদের লোকজন পুর্ব আক্রোশে এদেরকে ধাওয়া করে।
ধাওয়া খেয়ে মোশাহিদ ও মোজাক্কির দৌড়ে পাশের বাড়ির মৃত গফুর মিয়ার ছেলে রুশন মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। এ সময় আলা উদ্দিনসহ প্রায় ১৫/২০ জনের একদল লোকজন রুশন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এ ঘটনায় আলা উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, আলা উদ্দিনের লোকজনের ভয়ে মোশাহিদ গংরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।