নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোকামপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ মুবাশ্বির আলী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাতরা ইউনিয়নের আশিঘর গ্রামে শশুর বাড়িতে গত রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… … রাজিউন)। গতকাল সোমবার সকালে ইনাতগঞ্জ মোকামপাড়া গ্রামের নিজ বাড়িতে মৃত দেহ নিয়ে আসা হয়। বিকাল ২টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দীন বীর প্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহ মুবাশ্বির আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।