সুতাং থেকে সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। বাছিরগঞ্জ বাজারে সুতাং ব্রিজের পূর্ব পাড়ে আন্ডারগ্রাউন্ডের নিচের বাসায় রাত ৩টায় ১০/১৫ জন ডাকাত হামলা চালায়। তারা বাসায় অবস্থানরত আলআমিন মিয়া, তার বোন ও দাদীকে বেধে নগদ দেড় লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ, তার দোকানের ৫০টি মোবাইল, ২টি আইফোন নিয়ে যায়। ডাকাতির পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ,নূরপুর থেকে আমাদের প্রতিনিধি জানান,ঐ দিন রাতে নূরপুর গ্রামের সরোয়ার মিয়ার সিএনজি চুরি করে নিয়ে যাবার সময় উক্ত গ্রামের মীরা মিয়ার ছেলে দেখে কয়েকজন লোক সিএনজি টেনে নিয়ে যাচ্ছে,ঐ সময় মীরা মিয়ার ছেলে চিৎকার দিলে চোররা সিএনজি রেখে পালিয়ে যায়।