নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ( পশ্চিম) ইউপি আওয়ামীলীগ কর্তৃক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রবিবার স্থানীয় জগন্নাথপুর ইউপি অফিসের সামনের মাঠে বিশাল শোক সভা অনুষ্টিত হয়েছে।
ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোকিল চন্দ্র দাশ, আঃ ছাত্তার, সুধীর বিশ্বাস, ছালেহ উদ্দীন, নিতাই পদ দাশ, হীরা লাল দেব, সমীরন দাশ, ডাঃ অরুপ বিজয় দাশ, জিতেন্দ্র বিশ্বাষ, অঞ্জন দাশ, হীরেন্দ্র দাশ, দেবব্রত দাশ, টিংকু দাশ ও ডাঃ নৃপেশ চন্দ্র দাশ প্রমুখ।