সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ থেকে :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান দেশিয় মদ সহ কুখ্যাত মাদক সম্রাট জহুর আলী (৫০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ আতিকুল আলম, এস আই জুলহাস নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার দেউন্দি সড়কে খাজা বাবুল চিশতী স’মিলের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী জহুর আলীকে টমটম উঠার সময় পুলিশ আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে তার পরিহিত জ্যাকেটের অনেকগুলি পকেট থেকে এবং তার বহনকৃত ব্যাগ থেকে অনেকগুলি পলিথিন ব্যাগে প্যাকেট করা বাংলা মদ পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবৎ নিবিঘ্নে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে।
তার বিরুদ্ধে অতীতে মাদক নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা চলমান। এই কুখ্যাত মাদক সম্রাট জহুর আলী শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন মহলূল সুনাম গ্রামের বস্তার বাড়ীর মৃত মেন্দি মিয়ার পুত্র।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।