হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ছড়িপুর গ্রামে একই পরিবারের শিশুসহ ৪ জন বিদ্যুতস্পৃষ্ট হয়েছে।
শনিবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদী (৭), শহীদ মিয়া (১৭) ও ১৭ দিনের শিশু নুসরাত জাহান মীমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্র জানায়, শহীদ মিয়া ও মেহেদী পাশের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একটি কাঁচা বাঁশের সাথে ধাক্কা লাগে। এতে বাঁশটি বিদ্যুতের তারে গিয়ে পড়লে তারা বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে ১৭ দিনের মীমকে কোলে নিয়ে তার মা শহীদ ও মেহেদীকে স্পর্শ করলে শিশুসহ তিনিও আহত হন।
আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শহীদ ও মেহেদীকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।