নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া সদরাবাদ গ্রামে গত শুক্রবার গভীর রাতে পরিবারের সাথে অভিমান করে বৃষ্টি আক্তার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে গ্রামের শত শত লোকজন ভীড় করেন লাশকে এক নজর দেখার জন্য।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ওই গ্রামের শাহ আলম ওরপে আলালের কন্যা মুকিমপুর সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্রী আগামী দাখিল পরীক্ষার্থী বৃষ্টি আক্তার (১৬) কে গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে গালিগালাজ ও মারধোর করার ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রী রাতেই পিতার সাথে অভিমান করে তার শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরদিন গতকাল শনিবার সকাল বেলায় তার পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্বার করেন।