হবিগঞ্জ প্রতিনিধি : জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ডের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক উদ্যোগে হবিগঞ্জে সাংবাদিকদের ৫দিনব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এ কর্মশালার উদ্বোধন করেন নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শহীদুজ্জামান।
কর্মশালার উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য সংস্থার প্রোগাম অফিসার রেজাউল করিম।
সূচনা বক্তব্য রাখেন কর্মশালার সম্বনয়ক ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান।
কর্মশালায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শহীদুজ্জামান।
কর্মশালায় অংশ গ্রহণকারীরা হলেন-কালের কন্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, যমুনা টিভি’র প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি’র শাকিল চৌধুরী, হবিগঞ্জের বাণীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, বিজয়ের প্রতিনিধির যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক জননীর যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, এশিয়ান টিভি’র জেলা এসএম সুরুজ আলী, এসএ টিভির আব্দুর রউফ সেলিম, চ্যানেল ২৬ প্রতিনিধি শাহ কামাল সাগর, মোহনা টিভির মোঃ ছানু মিয়া, আলোকিত বাংলাদেশের মামুন চৌধুরী, মেলিনিয়াম টিভির এম এ আজিজ সেলিম, আমাদের সময় ডটকমেরএম কাউছার, দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হান্নান, দৈনিক যুগান্তরের বানিয়াচঙ্গ উপজেলা প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক এম এ আহমদ আজাদ, উত্তম কুমার পাল হিমেল, খন্দকার আলা উদ্দিন প্রমুখ।
কর্মশালা তথ্য প্রকাশ করায় সাংবাদিকতায় পৃথিবী ৩য় ঝুকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। পৃথিবী উল্লেখ্য যোগ্য কয়েকটি দেশের মধ্যে গত এক বছরে রাশিয়ায় ১০জন, ভারতে ১৪জন, নাইজিয়ায় ১৩ জন ও বাংলাদেশে ১২ সাংবাদিক দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। কিন্তু আজো তাদের বিচার হচ্ছে না। বাংলাদেশের সাংবাদিকরা বেশি ভাগই রাজনৈতিক দলের নেতাদের হাতে লাঞ্চিত হচ্ছে। তাদের পক্ষে লিখলে তারা খুশি থাকেন আর বিপক্ষে কিংবা তাদের সমালোচনামুলক কোন কিছু লিখতে তারা ক্ষিপ্ত হন।
কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকরা জানান, হবিগঞ্জে ইতিপূর্বে রাজনৈতিক দুর্বৃত্তরা পত্রিকা অফিসে হামলা ভাংচুর ও সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশ্যে একজন সাংবাদিকদের প্রাণনাশের হত্যার চেষ্ঠা চালিয়ে ছিল। কিন্তু কোন কর্মে ওই সাংবাদিক রক্ষা পেয়েছেন। এ ধরণের মন মানুষিকতা রাজনৈতিক নেতাদের পরিবর্তন করতে হবে এবং সাংবাদিকদের তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করতে হবে।