বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী পালিত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

Puja_01ডেস্ক : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। বর্তমান সরকার মসজিদ মক্তবের যেমন উন্নয়ন করছে, তেমনি মঠ-মন্দিরের উন্নয়নও করছে। এদেশে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। যারা ষড়যন্ত্র করে দেশের শান্তি নষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, শংখ শুভ্র রায় প্রমূখ।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ইসকনসহ বিভিন্ন আখড়া, মন্দির ও ধর্মীয় সংগঠনসহ অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন।

এদিকে শান্তিপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অশোক রায় মঙ্গল ও সদস্য সচিব কাউন্সিলর গৌতম কুমার রায়।
pic-nabiganj-jonmastomi...-768x349
আমাদের নবীগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উৎসব জাকজমকভাবে পালন করা হয়েছে। অনুষ্টানটি সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ আগস্ট) ২ দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করছে।

এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের উদ্যোগেও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালনের আয়োজন করা হয়েছে।

অনুষ্টান মালার মধ্যে রয়েছে স্থানীয় গোবিন্দ জিউদ আখড়া থেকে সকল সংগঠনের সমন্বয়ে সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ এক বর্নাঢ্য শুভাযাত্রার মাধ্যমে বাজারের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন,আলোচনা ও জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়।

অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পলিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,উপজেরা সহকারী কমিশনার ভুমি জিতেন্দ্র চন্দ্র নাথ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ থানা অফিসারা ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেরা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অশোক তরু দাস, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,জন্মাষ্টমী উদযাপন উপ কমিটির আহবায়ক প্রমথ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি, দপ্তর সম্পাদক বিধান ধর, পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল দাশ ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।

তিমিরপুর ইসকন মন্দিরে শুক্রবার (২৬ আগষ্ট) রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ ভাগবত পাঠ,আলোচনাসভা,কুইজ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন।
IMG_20160826_013439
আমাদের চুনারুঘাট প্রতিনিধি জানান, পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষে চুনারুঘাটস্থ হাতুন্ডা বাসুদেব মন্দির ও পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় সহ উপজেলার বিভিন্ন মন্দির ও আখড়ায় বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে অংশগ্রহণ করেন,ধর্মীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আনন্দ কীর্তনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!