সানিউর রহমান তালুকদার / মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টোলপ্লাজার নিকটে বাস ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে নিহত ১ ও অন্তত আরো ২০/২৫ জন আহত হয়েছে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রতেক্ষদর্শীর সুত্রে জানা যায়, গতকাল সিলেট হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করা শেষে বাড়ি ফেরার জন্য রওয়ান হন। এসময় ঢাকা-সিলেট মহা সড়কের রুস্তুমপুর টোলপ্লাজার নিকটে বাসটি পৌছা মাত্র ঢাকা মেট্রো ব (১১- ৮৮৫৫) একটি ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১জন অজ্ঞাতনামা বাস যাত্রী নিহত ও আরো ২০/২৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিলে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে।
এতে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্তন করে যান চলাচল স্বাভাবিক করেন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে আউশকান্দি অরভিট, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের দূর্ঘটনার নিহত ও আহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।