হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ সাইফুর রহমান আনন্দ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রকে ৬ মাস পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে তদন্তের স্বার্থে উদ্ধারকৃত স্থান বলছে না পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার পুত্র ও সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাইফুর রহমান আনন্দ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি আসে। পরদিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত মেলা দেখতে যায়। সেখান থেকে তাজুল মোল্লা নামের এক ব্যক্তি তাকে পিতার নিকট নিয়ে যাবার কথা বলে তার সাথে যেতে বলে।
শিশু আনন্দ পুলিশকে আরো জানায় এরপর সে আর কিছু বলতে পারেনি। তিনদিন পর যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় সে ঢাকা কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে তাজুল নামের ওই ব্যক্তি তাকে ঢাকার মালিবাগের একটি বাসায় কাজের ছেলে হিসেবে রেখে চলে আসে। এরপর থেকে সে ওই বাসায় ছিল।
পরবর্তীতে সাইফুর রহমান আনন্দ কৌশলে পালিয়ে আসে এবং জনতার সহযোগিতায় হবিগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানার এসআই সাহিদ মিয়া ও পার্থ রঞ্জন চক্রবর্তী বুধবার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।