নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামে ফের সংঘর্ষে মহিলা সহ ২০ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত মরম আলীর পুত্র আব্দুল কাদির ও মৃত হেলাল উদ্দিনের পুত্র সালা উদ্দিনের জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুইদল লোক সংঘর্ষে জড়ায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
এদিকে এ ঘটনার জের ধরে বুধবার দুই দলের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরও ২০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় হাসি বেগম (৩৫),জলিল (১৯), বিপ্লব (১০), জাকির (৩০), রাজু মিয়া (১৭) ও রুমা আক্তার (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।