লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাইয়ের প্রত্যন্ত অঞ্চল শিবপুর। যেখানে বর্ষায় নাও আর হেমন্তে পাও। বিদ্যুতে আলো ব্যবহার করার স্বপ্ন বাস্তবে রূপ নেবে শিবপুর গ্রামবাসী এটা চিন্তাও করেনি।
অবশেষে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামবাসী বহু প্রত্যাশিত বিদ্যুতের আলো।
দীর্ঘ ৮ মাইল লাইনের মাধ্যমে ৯৮ লাখ ৪৩ হাজার ব্যয়ে ১ হাজার পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসী আবেগাপ্লুত হয়ে বলেন, আমারা কখনও চিন্তা করিনি এই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছবে। কিন্তু হবিগঞ্জ-লাখাইয়ের মাঠি ও মানুষের নেতা আবু জাহির এমপি’র প্রচেষ্টায় বিদ্যুতের আলো পেয়ে আমরা খুশি হয়েছি।
মঙ্গলবার বিকালে শিবপুর মসজিদ প্রাঙ্গণে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, লাখাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম মাহফুজ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম, আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শফিক মিয়া, হাজী রুকন উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল, হাজী ফেরদৌস, হালীম চৌধুরী, হাজী মোবারক হোসেন, আশরাফ উদ্দিন জসিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ নিরাপদে, শান্তিতে বসবাস করে এবং উন্নয়ন হয়। শিক্ষার হার বৃদ্ধি, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সারাদেশে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গীবাদের লালন-পালনকারীদের কঠোর হস্তে দমন করে।