নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র সদর হাসপাতালের সামন থেকে গত সোমবার দুপুরে এক ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মটর সাইকেলটি চুরি হওয়ার ঘটনায় সারা শহরে তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় জি ডি নং-৯৭৬ দায়ের করা হয়েছে।
সুত্রে জানাযায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউপির খাগাউড়া গ্রামের আব্দুল আউয়ালের পুত্র ও ঔষধ কোম্পানী কেমিষ্ট ল্যাবরেটরীজ লিঃ এর নবীগঞ্জ এরিয়ার বিক্রয় প্রতিনিধি মোঃ জুনায়েদ আহমেদ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ভিািজট করতে যান। এ সময় তার ব্যবহারীক মালিকানা মটর সাইকেল নং-বরিশাল হ-১১- ৬১৩৮ ( হিরো হোন্ডা ) স্পেন্ডার প্লাস হাসপাতালের সামনে রেখে যান।
ডাক্তারদেও ভিজিট শেষ করে বাহির হলে দেখেন তার রাখা মটর সাইকেলটি নাই।
ধারনা করা যাচ্ছে, অজ্ঞাতনামা মটর সাইকেল চোর চক্র উক্ত সাইকেলটি চুরি করে চম্পট দেয়।