নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মনডোরা গ্রামে গলায় ফাঁস দিয়ে আঃ রহমান (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মনডোরা গ্রামের তার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আঃ রহমান মৃত হিরা মিয়ার পুত্র।
এ ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সুত্রে জানাযায় , আঃ রহমান তার স্ত্রীর সাথে অভিমান করে এঘটনা ঘটিয়েছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেছে।