সিলেট : হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৭তম ওরস মোবারক আজ মঙ্গলবার। প্রতিবছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ এ ওরস পালিত হয়।
ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ শাহজালাল (রহ.) এর মাজারে জড়ো হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ওরসের মূল আনুষ্ঠানিকতা। সকালে মাজারে গিলাফ ছড়ানোর পর বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর রয়েছে শরবত বিতরণ। মঙ্গলবার দিবাগত রাতে ফজরের নামাজ শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
এদিকে ওরস উপলক্ষে মাজার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রায় দেড় হাজার পুলিশ সদস্য ওরস উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, শাহজালালের (রহ.) ওরস উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে পোশাকধারী ও সাদা পোশাকের প্রায় দেড় হাজার পুলিশ সদস্য কাজ করছেন।