আকিকুল ইসলাম উচাইল থেকেঃ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল পরগনার ৬নং রাজিউড়া ইউপির চারিনাও গ্রামের জাদু মিয়া,শংকরপাশার গ্রামের মুহিদ মিয়ার জমির উপর দিয়ে হাল চাষের গাড়ী নেওয়াকে কেন্দ্র করে াক-বিতন্ড চলে,এক পর্যায়ে বাক-বিতন্ড সংঘর্ষের আকারে রুপ নেয়, আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। উক্ত সংঘর্ষের ফলে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাদু মিয়া (৪৮) ,উজ্জল মিয়া (২৮)জুলেখা বেগম (৩২),নুর বক্স (৫০),শাহাব উদ্দিন(২৫) আছমা খাতুন (৪৪)শহীদ মিয়া (২৭) তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আর অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে শাহাব উদ্দিনের অব্স্থা খুবই গুরুতর তাকে রেফার করা সম্ভাবনা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নাই।