হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ইর্ষান্বিত হয়ে স্বাধীণতা বিরোধী একটি চক্র সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতকে সাথে নিয়ে অরাজকতা ও জঙ্গী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
পচাঁত্তরে বঙ্গবন্ধু হত্যা আর ২১ আগস্ট গ্রেণেড হামলা একই সূত্রে গাঁথা। এদেরকে প্রতিহত করতে হলে আইন শৃংখলা বাহিনীসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালণ করতে হবে।
তিনি রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয় আরডি হলে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রচার সম্পাদক বাবু অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা স্বপন লাল বণিক, কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবীর রেজা, যুবলীগ নেতা আব্দুল মালেক, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, মোঃ জাহির, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, থানা যুবলীগের সভাপতি ফজল তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, পৌর ছাত্রলীগের সভাপতি রবিন আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করাই হল আমাদের লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে।এখন আর কেউ বাংলাদেশকে গরীব বলে অবহেলা বা উপহাস করতে পারবেনা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহ মোঃ আরজু মিয়া, রন্টু পুরকায়স্থ, সজল রায়, হাজি সামছু মিয়া, মিজানুর রহমান শামীম, ফজলুর রহমান খান, শকওত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, বিপ্লব রায় চৌধুরী, সোহেল আফজাল, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, এমএ হাকিম, মাসুদ আলম, শাহীন তালুকদার, শাহরিয়া সুমন, এডভোকেট সুহেল, বিপুল রায়, আলম মিয়া, ফারুক মিয়া, রুহুল আমিন সিজিল, রিমন লস্কর, টিটু, জনি, বেলাল আহমেদ, শাহ আলম সিদ্দিকী, শাহ আলম ও মাইন চৌধুরী প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তৈয়বুর রহমান, গীতা পাঠ করেন ডাঃ পিন্টু আচার্য্য।
সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।