নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সার্বজনীন শারদীয় দূর্গাপুজা পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা সোমবার রাতে গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়।
গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আাচার্য্য, পৌর কমিটির সভাপতি বাবুল দাশ, প্রভাষক অসীম রায়,উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,অরবিন্দু বনিক, মন্টু লাল আচার্য্য,শিক্ষক প্রজেশ রায় নিতন, বিধান ধর,নিকুঞ্জ পাল নিখিল,পবিত্র বনিক, শংকর দেব, সুশান্ত বনিক, হিমাদ্রী দেব , পার্থ কুমার পাল,উৎপল দাশ, প্রনব দেব প্রমূখ।
সভার শুরুতে নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দাশ গুপ্তের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহন করা হয়।