সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
(২২ আগস্ট) সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২ বারের সফল সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের এর সভাপতিত্বে ও ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপনের সঞ্চালনায়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাপুর ইউনিয়নের নব-নর্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল।
অনুষ্ঠানের শুরুতে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যগণদের পরিচয় সনাক্ত হয়।
নব-নর্বাচিত যারা দায়িত্ব গ্রহন করলেন, চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সংরক্ষিত সদস্যগণ হলেন (১,২,৩) ওয়ার্ডের মোছাঃ সাফিয়া ইয়াছমিন, (৪,৫,৬) ওয়ার্ডের লিপি বেগম, (৭,৮,৯) ওয়ার্ডের পারভিন বেগম।
সাধারন সদস্য হলেন ১নং ওয়ার্ডের তোফাজ্জল হক বকুল, ২নং ওয়ার্ডের সামত আলী, ৩নং ওয়ার্ডের জাহেদ আহমেদ, ৪নং ওয়ার্ডের গোলাম মর্তুজা স্বপন, ৫নং ওয়ার্ডের সৈয়দ মাহবুল আলী নূরু, ৬নং ওয়ার্ডের শাহ জুবায়ের আহমেদ, ৭নং ওয়ার্ডের আব্দুল মুকিদ, ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ডের চুনু মিয়া। শেষে অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি দিলাওয়ার মিয়া, মুক্তিযোদ্ধা আজমান আলী, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবের আহমেদ চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, প্রভাষক মোশারফ মিটু, সহকারী শিক্ষক তাহমিদ আহমেদ, যুবলীগ নেতা সৈয়দ মহুবুল হাসান মহি সহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।