মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সালিশে ধর্ষকের সঙ্গে কিশোরীর বিয়ের সিদ্ধান্ত হলেও বিয়ের দিন ধর্ষক পালিয়ে গেছে। ধর্ষিতা কিশোরী ও তার পরিবার বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে অবশেষে থানায় এসে আইনের আশ্রয় নিয়েছে।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের ছমেদ আলীর ছেলে জামির হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে প্রতিবেশী জালাল মিয়ার কিশোরী কন্যাকে প্রায়ই উত্ত্যক্ত করত।
১৫ দিন আগে জামির তার খালাত বোনের সহযোগিতায় কিশোরীকে কৌশলে তার নানীর ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ইউপি সদস্য ওয়ারিশ আলীর নেতৃত্বে শনিবার রাতে ধর্ষক জামিরের বাড়িতে সালিশ বৈঠক বসে।
সালিশে উপস্থিত ছিলেন মাতবর আলাই মিয়া, মন্তাজসহ ১০-১২ জন। সালিশে সিদ্ধান্ত হয় রোববার ধর্ষক জামিরের সঙ্গে ধর্ষিতা কিশোরীর বিয়ে হবে। কিন্তু শনিবার রাতেই ধর্ষক জামির হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়।