নবীগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব সৎসঙ্গের প্রতিষ্টাতা যুগপরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের শুভ ভাদ্রমাস পরিক্রমার অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে সাধারন সম্পাদক রশময় শীলের আয়োজনে গত রবিবার সন্ধ্যায় শিবপাশায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে এক বিশেষ সৎসঙ্গ অনুষ্টিত হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান।
অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি মিহির লাল সরকার,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,রাখাল চন্দ্র দাশ,তাপস বনিক,নয়ন মনি সরকার, নয়ন দাশ,বৌদ্ধ গোপ,অনিল বৈদ্য,নিকুঞ্জ বৈদ্য,হৃদয় শীল,মিষ্টি পাল,পূর্নিমা শীল প্রমূখ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।