বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার হরাইটেকা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ হরাইটেকা গ্রামের অলিউর রহমানের স্ত্রী মনিরা খাতুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে গৃহবধূ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানির নিচে তলিয়ে যায়। পুকুরে অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে গৃহবধূর লাশ ভেসে উঠে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।