চুনারুঘাট প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত ওজোনপার্ক আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা শাহ আলাউদ্দিন আখনজির (৫২) দ্বিতীয় স্ত্রী কুলসুমা খাতুন (৪২) ও তার সন্তানদের উদ্যোগে এক মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
শনিবার চুনারুঘাট উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামে তার দ্বিতীয় স্ত্রী কুলসুমা খাতুনের নিজ বাড়িতে এক মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নানু মিয়া। এতে নিহতের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়।
মোনাজাত অংশ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত ওজোনপার্ক আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা শাহ আলাউদ্দিন আখনজির দুই পুত্র সন্তান শাহ নূরু উদ্দিন আখনজি (১২), শাহ কাফিল উদ্দিন আখনজি (৫) ও ৩নং দেওরগাছ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।