হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রাম থেকে মাহমুদ হাসান (২০) নামে এক ছিচকে চোরকে আটক করেছে পুলিশ। সে জালালাবাদ গ্রামের শুকুর মিয়ার পুত্র।
শনিবার ভোরে সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই করে আসছে। তার হাত থেকে মানুষের হাঁস, মুরগী, গরু-ছাগল কিছুই রক্ষা পাচ্ছে না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে ওই গ্রামে আত্মগোপন করে।
শনিবার বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।