মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে ইয়াবা সহ গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোররাতে উপজেলার উপজেলার ধর্মঘর সীমান্তে এ অভিযান চালানো হয়।
ধর্মঘর সীন্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ জানান, শনিবার ভোর রাতে উপজেলার ধর্মঘর সীমান্তবর্তী সস্তা মোড়ায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ও সাড়ে ৫ কেজি গাঁজা, ১টি ৫শত টাকার জাল নোট সহ শফিক মিয়া নামে এক চিহ্নিত মাদক পাচারকারীকে আটক করেছে।
আটককৃত শফিক মিয়া উপজেলার মোহনপুর গ্রামের আশু মিয়ার ছেলে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।