উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী।
ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরীর স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা বারের সভাপতি সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল। বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ,কৃষকলীগের সভাপতি কয়েস আহমদ, দেওয়ান মোস্তাক আহমদ,সেচ্ছাস্বেবকলীগের সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা জাকারিয়া মাসুদ, আলী হায়দর ইফতেকার হোসেন প্রমূখ।