হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ১০পিছ ইয়াবাসহ মাদক সম্রাট লুঙ্গী জনাব আলী (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ।সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বিকাল ৩টার সময় ডিবি পুলিশের এসআই রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার শার্টের পকেট থেকে ১০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।আজ শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।