চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশে বিশেষ অভিযানে এক নারীকে অপহরনে দায়ে যাবজ্জজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুসকুদ আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের জুরিয়া বড়বাড়ি গ্রামের মৃত রজব আলীর পুত্র।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই মোঃ অলমাছ মিয়া মিয়ার নেত্বেত একদল পুলিশ অভিযানে চালিয়ে মুসকুদ আলীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মুসকুদ আলী বিগত ২০০২ সালে নারী অপরহন মামলার দায়ে তার বিরুদ্ধে আদালত সাজা প্রদান করেন। সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল।