বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐহিত্যবাহি আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইসএসসি পরীক্ষায় ২২টি জিপিএ-৫ সহ পাশের হার ৮১%।
বৃহস্পতিবার বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবিভাগের প্রভাষক ছাদিকুর রহমান।
তিনি জানান, এ বছর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৬শত ৫৫জন পরীক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ৫ শত ৩০ জন। তন্মমধ্যে বিজ্ঞান বিভাগে ৬১ জন পরীক্ষায় অংশগ্রহন কৃতকার্য হয়েছে ৬০ জন, ব্যবসা বিভাগে ১ শত ১৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ৯৬ জন, মানবিক বিভাগে ৪ শত ৮১ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ৩ শত ৭৪ জন।
এদিকে বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন জানান ২শত ৭৪ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ১শত ৮৬ জন। পাশের হার ৬৭.৭৭%।