উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে র্শীর্ষে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
২০১৬ সালের এইচ.এস.সি পরিক্ষায় মোট ৬ শত ৭জন অংশগ্রহ করে ৪শত ৮৬ জন কৃতকার্য্য হয়। পাশের হার ৮০.৭%।
বিজ্ঞান বিভাগে ৫৬ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫২ জন, এদের মধ্যে এ প্লাস পেয়েছে ৭ জন, এগ্রেড ৩৯ জন, মানবিক বিভাগে ৪শত ৯৭ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৩ শত ৮৪জন, “এ প্লাস পেয়েছে ২ জন।
বানিজ্য বিভাগে ৫৪ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫০জন। বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিনে বি.এম শাখায় ২ টি “এপ্লাস সহ ২৬জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। আলিম পরিক্ষা ২০১৬ইং প্রকাশিত ফলাফলে এবারও হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সংখ্যাক এ+ সহ শতভাগ ফলাফল অর্জন করে শীর্ষ স্থানে রয়েছে নবীগঞ্জের সঈদপুর বাজার ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা।
০৭টি এ+, ৩৩টি এ,২৩টি এ-, ৬টি বি গ্রেডসহ সর্বমোট ৬৯জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়।