মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ উবাহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মোঃ চাঁন্দ আলী উবাহাটা ইউনিয়নের ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ম পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী।
ইউ/পি সচিব রান্টু কুমার রায়ের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন উবাহাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নব-নির্বাচিত ইউ/পি সদস্য ও সদস্যাবৃন্দ। সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক পর্যায়ে উক্ত বিষয়টি সকলের একমতের ভিত্তিতে চুড়ান্ত সমাধানের জন্য সভাপতির নিকট দায়িত্ব দেন। পরে উক্ত সভার সভাপতি উবাহাটা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী সকলের সর্ব সম্মতি ক্রমে ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ চাঁন্দ আলী মেম্বারের নাম ঘোষনা করেন এবং ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ আব্দুল কাদির মেম্বারের নাম ঘোষনা করেন।
সভায় উক্ত বিষয়টি চুড়ান্তভাবে গৃহীত হয়। মোঃ চাঁন্দ আলী মেম্বার ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উবাহাটা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাসীর সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সঠিক দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।