হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী আইনজীবী পরিষদ।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামেন এই মানববন্ধন কর্মসূচিতে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
আওয়ামী আইনজীবী পরিষদর ও বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর সঞ্চালনায় মানবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধুর খুেিনদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরেরও দাবী জানানো হয়।