চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে লক্ষ্মণ ভূমিজ (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু ও নারীসহ পাঁচ জন।
মঙ্গলবার রাত ৮টায় উপজেলার আমু চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চা বাগানের শ্রমিক সুনীল কর্মকার (৪৫) ও তার স্ত্রী শিরমনি কর্মকার (৩২) ও সঞ্জা মৌহালী (১৮) এবং রোমন মুন্ডার (১০) নাম জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাতে বৃষ্টির মধ্যে তারা আমু চা বাগান এলাকার একটি চায়ের দোকানে আটকা পড়েন। এ সময় বজ্রপাতে লক্ষ্মণ ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।