নিউইয়র্ক প্রতিনিধি : ইমাম মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীর মৃতদেহ নিজবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের গোছাপাড়ায় দাফন হবে বলে জানিয়েছে তার পরিবার। সহযোগী তারা মিয়াকে নিউইয়র্কেই দাফন করা হয়।
আজ সকালে নিউইয়র্ক থেকে নিহতের ভাগিনা ফখরুল আলম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেখানে তার মামা মরহুম মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীর প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। আগামী বৃহস্পতিবার সকাল ৮.৪0 মিনিটে লাশ ঢাকা পৌঁছবে।
উল্লেখ্য, মরহুম মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীর জানাজার নামাজ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও চুনারুঘাটের আমুরোড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পারিবারিক সুত্র।
মরহুম মাওলানা শাহ আলাউদ্দিন আখঞ্জীকে আমেরিকার নিউইয়র্ক শহরের আল ফুরকান জামে মসজিদের সামনে গত শনিবার ইউ.এস.এ জুহর সময় ১:৫০ মিনিটে গুলি করে হত্যা করে।