নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদ গতকাল রবিবার জামিন লাভ করেছেন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেস্ট আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়। কারাগার থেকে মুক্তি লাভের পর কারা ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক আজাদ নবীগঞ্জ পৌছুলে প্রেসক্লাব কার্যালয়ে মিষ্টি মূখ করানো হয়। কারা ফটক ও প্রেসক্লাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মোঃ সেলিম তালুকদার, আকিকুর রহমান সেলিম ও মতিউর রহমান মুন্না। এ সময় সাংবাদিক এমএ আজাদ তার মুক্তির জন্য হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদকে একটি চাদাবাজির মামলায় গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।