মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন উবাহাটা কুদ্রতীয়া দাখিল মাদ্রাসায় সোমবার ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় উক্ত মাদ্রাসায় এক আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা এম এ রউফ।
এতে প্রধান অথিতি ছিলেন সম্মানীত অভিভাবক সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মাস্টার। বিশেষ অথিতি ছিলেন সম্মানিত অভিভাবক সদস্য কাজী আব্দুল বাছিত। বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, শাহ মুনির আহমদ, মোঃ জিয়াউল হক, মোঃহাবিবুর রহমান, মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ইউসুফ আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে অথিতিবৃন্দরা হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অথিতি আলহাজ্ব খলিলুর রহমান মাস্টার।