এটিএম সালাম,নবীগঞ্জ থেকে:নবীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট আদর আলীকে ফেন্সিডিল বিক্রিকালে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। গতকাল রবিবার সন্ধ্যায় আদর আলী নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছিল। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এলাকাবাসী জানান-তার বাড়িতে মাদকের আস্তানা গড়ে উঠার ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ বিপদগামী হচ্ছে। এতে করে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জ ও নবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক সম্র্রাট আদর আলীর মান্দারকান্দি গ্রামের আস্তানায় প্রতিদিন ভীড় জমায়। পুলিশ প্রশাসন বিভিন্ন সময় গ্রেফতার অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হয়।