হবিগঞ্জ প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪১ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসের র্যালি ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে র্যালি ও মৌন মিছিলের আয়োজন করে জেলা প্রাশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, আব্দুল মজিদ খান এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ। এর আগে সকাল ৯টার দিকে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে প্রতীকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক র্যালি:
হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক র্যালি বের করা হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালীতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।