ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে।
রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করে।
এর আগে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং স্টেশন এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। বেলা সোয়া দুইটার ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।
ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শরা জানায়, বেলা দুইটা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাঘাচং স্টেশন অতিক্রম করার সময় ৬টি বগি লাইনচ্যুত হয়। এসময় রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়।
আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন জানান, জয়ন্তিকা এক্সপেসটি পাঘাচং স্টেশনে এলে বিকট শব্দে ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলের সবধরণের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আহমেদ জানান, ঘটনাটি নাশকতা কিনা তা তদন্ত করা হচ্ছে।