চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সদর ইউনিয়নের পূর্ব হাসারগাঁও গ্রামের সাবেক সৌদি প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। ডাকাতির ঘটনার খবর পেয়ে রবিবার সকালে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর ইউনিয়ের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ওয়ার্ড মেম্বার আব্দুল জলিলসহ এলাকার মুরুব্বীয়ানরা পরিদর্শন করেন।
ডাকাত কবলিত প্রবাসীর স্ত্রী আয়েশা বেগম জানান শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের মুখোষ পরিহিত একদল ডাকাত দরজার চিটকেরি ভেঙ্গে ঘরে ঢুকে তার হাত পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ ৬৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন ও ২টি বিদেশী লাইট লুট করে পালিয়ে যায়। পরে তার শোরচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এঘটনায় এলাকায় ডাকাত আতংকে সাধারন মানুষ। খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুনারুঘাট থানার সহকারী উপ- পরিদর্শক বজলুর রহমান।
চুনারঘাট থানার অফিসার ইনচার্জ ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।