আকিকুল ইসলাম উচাইল থেকে: হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের অন্তর্গত উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন ২০১৫ সনের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার সকালে স্কুল সংলগ্ন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল ইসলাম,পরিচালনায় করেন জনাব হাদিস মিয়া ও জনাব পারভেজ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃজহুর আলী প্রতিষ্টাতা ও সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব এমরান আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সদর উপজেলা যুবলীগ নেতা জনাব সাইফুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মৌলভী
আব্দুল ওয়াহাব,আক্তারুন্নেছা খানম,মোঃ নজরুল ইসলাম,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,কোহিনুর আক্তার,লনি বেগম,মোঃ সাহাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাফাত আরা প্রিতী। এস.এস.সি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হৃদয় মিয়া ও রাহেলা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কালাম বাবুল ভাল ফলাফলের জন্য ছাত্র/ছাত্রীদের উৎসাহ দেন এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদানের প্রতিশ্র“তি দেন। উল্লেখ্য, আসন্ন ২০১৫ সনের এস.এস.সি
পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।