লন্ডন থেকে নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাওলানা আলাউদ্দিন আকনজি নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত আলাউদ্দিন আকনজি ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম। জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ইমাম ও তার সহযোগী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহকারী নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮ নং রোড়ের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত অবস্থায় ইমাম আলাউদ্দিন আকনজি এবং তার সহকারী তারা মিয়াকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমাম আলাউদ্দিন আকনজিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ইমামের সহকারীও মারা যান।
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন তাদের গুলি করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
নিহতের ভাগিনা লন্ডন প্রবাসী সাংবাদিক ফখরুল আলম সেলফোনে বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করেন। তিনি বলেন, মাওলানা আলাউদ্দিন আখনজি দীর্ঘদিন শায়েস্তাগনজ রেলওয়ে জামে মসজিদ ও হবিগনজ মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন। ২০১১ সালে স্বপরিবারে আমেরিকা যান।