মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা যায়, ওই গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার চাচাতো ভাই আলকাছের পূর্ব বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শনিবার উভয়পক্ষে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আলকাছ মিয়া (৩৫) ও তার স্ত্রী মমতা বেগম (২০), শাহজাহান (৩০), চম্পা (২২) আহত হয়। এর মাঝে আলকাছ ও মমতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।