হবিগঞ্জ প্রতিনিধি : প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরের স্মরণে প্রয়াণের পাঁচ বছরে তাদের স্মরণ করে হবিগঞ্জ শহরের টাউন হল প্রাঙ্গনে আলোক প্রজ্জ্বলন করে হবিগঞ্জের চলচ্চিত্র সংসদ ঐতিহ্য ফিল্ম সোসাইটি।
শনিবার সন্ধ্যা ৭ টায় টাউন হল প্রাঙ্গনে সমবেত হন সংসদের সদস্যবৃন্দ।
এসময় তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবনালেখ্য পাঠ করা হয়। দুই কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোক প্রজ্জ্বলন করে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করেন শহরের চলচ্চিত্র আন্দোলনে প্রতিশ্রুতিশীলরা। উল্লেখ্য, ঐতিহ্য ফিল্ম সোসাইটি হবিগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন, চলচ্চিত্র দিবস উদযাপন তথা সুস্থ ধারা চলচ্চিত্র চর্চার পরিবেশ সৃষ্টির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।