খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট থানার এএসআই আরিফুল আলম খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে ক্রেস্ট ও সম্মাননা পদক পেয়েছেন।
শনিবার সকাল ১১টায় সিলেট রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে এ ক্রেস্ট প্রদান করেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার শাহজালাল এবং সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য,জুলাই মাসের গ্রেফতারী পরোয়ানাসহ ভাল কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। এতে ভবিষ্যতে ভাল কাজের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে।
এছাড়াও চুনারুঘাট থানার গোয়েন্দা বিভাগের গাজী মোঃ মুসলেম উদ্দিন ৫ম বারে মত সিলেট রেঞ্জের শ্রেষ্ট গোয়েন্দা পুরস্কার পান।